ফাইনালের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলা হবে ২৭ ওভার

0
ফাইনালের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলা হবে ২৭ ওভার

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে ওভার কমিয়ে ২৭ ওভার করা হয়েছে।

শুক্রবার দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করছে টাইগার যুবারা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ২ উইকেট ২৪ রান।

এর আগে বৃষ্টির কারণে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। টসে পাকিস্তান জিতেছে, তারা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল। বৃষ্টির কারণে ম্যাচের সময় নষ্ট হওয়ায় কার্টেল ওভারে খেলা হচ্ছে। অর্থাৎ দুই দলই ২৭ ওভারের ইনিংস খেলবে।

এ নিয়ে টানা তৃতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল। গত দুই আসরে ফাইনালে উঠে শিরোপা জিতেছিল বাংলাদেশ। 

অন্যদিকে, আট বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলার লক্ষ্য পাকিস্তানের। সর্বশেষ ২০১৭ সালে ফাইনাল খেলে রানার্স-আপ হয়েছিল পাকিস্তান। আফগানিস্তানের কাছে ১৮৫ রানে হেরেছিল তারা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here