ফাইনালের আচরণের জন্য ক্ষমা চাইলেন রুডিগার

0

কোপা দেল রে’র ফাইনাল শেষে বিতর্ক যেন পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। উত্তেজনায় ভরা ম্যাচের শেষ দিকে বিতর্কিত আচরণ করে লাল কার্ড দেখেছেন রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। এরপর নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এই জার্মান ফুটবলার।

রবিবার (২৭ এপ্রিল) বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচের শেষ দিকে ঘটে এই ঘটনা। কিলিয়ান এমবাপের বিরুদ্ধে একটি ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার দিকে বেঞ্চ থেকে বরফের টুকরো ছুড়ে মারেন রুডিগার। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বস্তুটি ছিল বরফের একটি টুকরো। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখানো হয়।

রেফারির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রুডিগার টেকনিক্যাল এরিয়া থেকে বস্তু ছুড়ে মারেন ও আক্রমণাত্মক আচরণ করেন। 

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে রুডিগার লেখেন, ‘আমার গত রাতের আচরণের কোনো অজুহাত নেই। আমি খুব দুঃখিত। আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, কিন্তু ১১১ মিনিটের পর আমি দলকে সাহায্য করতে পারিনি এবং একটি বড় ভুল করেছি। রেফারি ও যারা আমাকে নিয়ে হতাশ হয়েছেন, সবার কাছে ক্ষমা চাইছি।’

রুডিগারের এমন আচরণের জন্য বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন তিনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আচরণবিধির ১০১ ধারা অনুযায়ী, রেফারির প্রতি ‘হালকা সহিংসতা’র জন্য তার চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। গুরুতর বিবেচনায় ১০৪ ধারা প্রয়োগ হলে তিন থেকে ছয় মাসের নিষেধাজ্ঞাও আসতে পারে।

শুধু রুডিগার নয়, শেষ বাঁশি বাজার পর বিতর্কিত আচরণে লাল কার্ড দেখেন রিয়ালের লুকাস ভাসকেস ও জুড বেলিংহ্যামও। রেফারির সঙ্গে অশোভন আচরণ এবং উত্তপ্ত পরিবেশ নিয়েই শেষ হয় ম্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here