ফাঁকা বাড়ি থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

0

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বর (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিআইডির টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও তদন্তকার্য চালায়।

ওহাব মাতুব্বর উপজেলার তুজারপুর গ্রামের বাসিন্দা ও নাসিরাবাদ আলেখারকান্দা গ্রামের প্রয়াত চিকিৎসক জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাক্তার জামাল খলিফা মারা যাওয়ার পর তার ৩ তলা বাড়িটি ফাঁকা থাকত। জামালের দুই মেয়ে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাই ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বর বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন। 

এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে বাড়িটি সন্ধ্যার পরেও অন্ধকার হয়ে থাকত। যেখানে সন্ধ্যার পর পরই ওই বাড়িটি বিদ্যুতের আলোয় চারিদিকে জ্বলজ্বল করত। সেখানে দুই-একদিন ধরে বাড়িটি অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। এ অবস্থায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা কয়েকজন মই দিয়ে বাড়ির দ্বিতীয় তলা তলার জানালায় উঠতেই তীব্র দুর্গন্ধ পায়। পরে তারা দ্রুত ভাঙ্গা পুলিশকে খবর দেয়।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে কেয়ারটেকারকে খুন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here