ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!

0

ভালো লাভ হবে, এমন আশায় ছিলেন পটুয়াখালীর কলাপাড়ায় তরমুজ চাষি মামুন খান। কিন্তু দুর্বৃত্তদের চোখ এড়াতে পারেনি। এ কেমন শত্রুতা! বুধবার রাতের আধারে ক্ষেতের প্রায় দেড়শ থেকে দুইশ তরমুজ কেটে, ছিড়ে নষ্ট করে ফেলে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ৩৩ কানি নামক এলাকায়।

ক্ষতিগ্রস্ত তরমুজ চাষি মামুন খান, ধারদেনা করে তিনি ৮ একর জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করেন। কেবলমাত্র ক্ষেতের তরমুজ পরিপক্ব হয়ে উঠতে শুরু করেছে। আর কয়দিন গেলেই তরমুজগুলো বিক্রি করতে পারত। কিন্তু ক্ষেতের তরমুজ কেটে, ছিড়ে নষ্ট করে ফেলেছে। তবে এ ঘটনা কে বা করা ঘটিয়েছে তা সঠিক করে বলতে পারেননি তিনি।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here