কুমিল্লায় ফলের ক্যারেটে সাড়ে ১৪ কেজি গাঁজা পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি মডেল থানা হাইওয়ে পুলিশ দাউদকান্দি ফায়ার সার্ভিসের সম্মুখে পিকআপ ভ্যান থেকে এই গাঁজা উদ্ধার করে। এই সময় দাউদকান্দির গোলাপের চর এলাকার মো. হাসানের ছেলে মো. হৃদয়কে আটক করা হয়।
হাইওয়ে পুলিশের মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে জানান ওসি।