ফরিদা ইয়াসমিন এমপির আহ্বানে বিভেদ ভুলে এক মঞ্চে নরসিংদী জেলা আওয়ামী লীগের দুই নেতা

0

বিভেদ ভুলে নরসিংদীতে দীর্ঘদিন পর এক মঞ্চে বসেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের র্শীষ দুই নেতা। নরসিংদী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের আহ্বানে জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীকে এক মঞ্চে দেখা গেছে।

নরসিংদী জেলা আওয়ামী লীগের অন্তর্নিহিত কোন্দল ও দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনের সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব প্রকাশ্যে রুপ নেয়। 

গতকাল বুধবার ঈদ উপলক্ষে নরসিংদী সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সদর উপজেলার সংগীতা মোড়ে তার নিজ বাড়িতে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে জেলা আওয়ামী লীগের র্শীষ এই দুই নেতাকে এক মঞ্চে দেখা গেছে।

ওই সময় এমপি ফরিদা ইয়াসমিন জেলা আওয়মী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দুই পাশে রেখে অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন। এরপর এমপি কার্যালয়ে দুই নেতাকে দীর্ঘক্ষন আলাপচারিতায় দেখা গেছে। দীর্ঘদিন পর দুই নেতাকে এক মঞ্চে দেখে খুশি তৃণমূল আওয়ামী লীগের নেতারা। 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও নরসিংদী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, সাধারণ মানুষ যেন আনন্দে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষে এলাকার অসহায় দরিদ্র মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয়ার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে জেলা অওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুইজনকেই আমন্ত্রন জানিয়েছি। জেলার দুই নেতাই আমার সাথে এক মঞ্চে থেকে সাধারন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here