আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীকে মডেল ও স্মার্ট জনপদ করার যে স্বপ্ন, তা বাস্তবায়নে ঈগল মার্কায় ভোট চাইলেন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।
নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আগের দিন স্বতন্ত্র এ প্রার্থী ঈগল প্রতীক বরাদ্দ পান।
তিনি বলেন, ‘এমপি হয়ে আমার কিছু নেওয়ার নেই। বরং আপনাদের সার্বিক উন্নয়নে অনেক কাজ করার আছে। এমপি হয়ে আপনাদের জন্য আরও বেশি বেশি কাজ করতে চাই। আপনারা আমাকে সেই সুযোগ দেবেন বলে বিশ্বাস করি।’
দোলন বলেন, ‘আজকে ফরিদপুর-১ আসনের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমি বিশ্বাস করি, আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে ফরিদপুর-১ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন।’