ফরিদপুর-১ আসনে আরিফুর রহমান দোলনকে মনোনয়নের দাবি

0

ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার ও সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকাটাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া উপজেলা কৃষক লীগ নেতা নূর নবী’র বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য মাফরুহা রহমান বলেন, আরও বাড়তি উন্নয়ন, এলাকার বেকারদের কর্মসংস্থান, সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন ও সর্বোপরি সাধারণ মানুষের সম্মানকে উর্ধ্বে তুলে ধরে কাজ করার মানসিকতা সম্পন্ন নেতৃত্বও আরও বেশি করে দরকার। দেশের চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেতা আরিফুর রহমান দোলনের জাতীয় সংসদে যাওয়ার বিকল্প নেই। আমরা আগামী সংসদ নির্বাচনে দোলনকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই। 

উঠান বৈঠকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ও আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আরিফুর রহমান দোলনকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেখতে চেয়ে আরও বক্তব্য দেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মেনায়েম খান, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোজা মিয়া, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, সদস্য মোশারফ হোসেন, নূর নবী, স্থানীয় আওয়ামী লীগ নেতা খান আসাদুজ্জামান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here