বাস শ্রমিকদের দ্বন্দ্বে ফরিদপুর-রাজবাড়ী রুটে বাস চলাচল গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ফরিদপুর-রাজবাড়ী-গোয়ালন্দ বাস চলাচল বন্ধ রয়েছে।
ফরিদপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর বলেন, দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের বসে গত বুধবার সিদ্ধান্ত নিয়েছিল তারা নিজ নিজ জেলার শেষ সীমানা পর্যন্ত বাস চালাবেন। তবে রাজবাড়ী এ সিদ্ধান্ত মেনে ফরিদপুরের সীমান্ত পর্যন্ত বাস চলাচল বৃহস্পতিবার থেকে শুরু করলেও ফরিদপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।