ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা জাকের পার্টির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান, জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক এম এ কুদ্দুস, লায়ন মহসিন শরীফ, কোতয়ালী থানা শাখার সভাপতি আব্দুল মান্নান ফকির।