ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির শপথ

0

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৩-২৭) শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এ শপথগ্রহণ করান ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শামীম হকের নেতৃত্বে কমিটির সদস্যরা শপথ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here