ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারে ডাকাতির ঘটনায় আরো ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ নিয়ে তিন দফায় মোট ১৫ ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ডাকাত আটকের ঘটনা নিয়ে বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গত ২৭ মে বাখুন্ডা বাজারে ডাকাতির ঘটনা ঘটে। বাজারের নাইটগার্ডকে বেঁধে ১৫/২০ জনের ডাকাত দলটি বাজারের ৬টি দোকান থেকে প্রায় চার লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে দুই ডাকাতকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে আরো ৮ জনকে আটক করে। সর্বশেষ গত ৫ জুলাই ঢাকা ও নারায়নগঞ্জে অভিযান চালিয়ে নতুন করে ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কিছু মালামাল ও একটি পিকআপ উদ্ধার করা হয়। বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানানো হয়।
নতুন করে যে ৫ জনকে আটক করা হয়েছে তারা হলেন, আনোয়ার হোসেন বেপারী (৭০), মো. এমারত শেখ (৪০) সাইদুল সরকার (২৭) মো. শহিদ ওরফে আবুল (৩৮) উজ্জল দাস (৩৮)। আটককৃত ডাকাতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।