ফরিদপুরে ৫০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে আওয়ামী লীগ

0

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে স্বল্প আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেছে জেলা আওয়ামী লীগ। প্রথমদিনেই বিপুল সাড়া পড়েছে শহরবাসীর মাঝে। রমজানে কম মূল্যে গরুর মাংস কিনতে সকাল থেকেই শহরের লাবলু সড়কের জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে।

রবিবার সকাল ১১টার দিকে মাংস বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রবিবার থেকে এ কার্যক্রম শুরু করা হলেও তা চলবে ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনা করে এ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি সারা মাস এ কার্যক্রম অব্যাহত রাখতে পারবো।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি মাসুদুল হক, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, সহ-প্রচার সম্পাদক আলী আজগর মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসির প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রথম দিনে চারটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। প্রতিদিনই প্রত্যেকেই এক কেজি করে মাংস কিনতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here