ফরিদপুরে হত্যা মামলায় তিন আসামি গ্রেফতার

0

ফরিদপুরে সরকারী রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান নুর ওরফে তুরাগ হত্যার সাথে জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর, রাজবাড়ী ও ফরিদপুর থেকে তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন তুষার ওরফে কানা তুষার (২৬), জুয়েল শেখ (৩৮) ও মোঃ সাজন (২৪)। 

এ বিষয়ে রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ শাহাজাহন জানান, গত ১০ অক্টোবর সন্ধ্যায় অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুর এলাকায় হত্যা করা হয় কলেজ ছাত্র আসাদুজ্জামান নুরকে। এসময় হত্যাকারীরা নুরের বাম হাতের কব্জি কেটে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নুরের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নুরের পিতা আলাউদ্দিন হাওলাদার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে গত ১৭ অক্টোবর আক্কাস নামের এক আসামিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে অপর তিন আসামিকে গ্রেফতার করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে দুটি রামদা উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থী তুরাগের সাথে কানা তুষারের বিরোধ ছিল। এ বিরোধের জেরেই পরিকল্পিতভাবে কলেজ শিক্ষার্থী তুরাগকে হত্যা করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here