ফরিদপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

0

ফরিদপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শ্রমিক হলেন কানাইপুরের মোঃ সাইম মুসল্লী ও রঘুনন্দনপুরের আকরামুজ্জামান বাবু।

আজ শনিবার সকাল ১১টার দিকে শহরের  চরকমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ সকালে চর কমলাপুর এলাকার নোমান সিকদার এর নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন এক শ্রমিক। সেপটিক ট্যাংকে নামার পর সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁচাতে আরেকজন নামেন। সেখানে তিনিও অসুস্থ হয়ে পড়েন। তারা না উঠায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করে।

এস আই জাহাঙ্গীর হোসেন বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here