ফরিদপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

0

গণতন্ত্র উন্নয়নে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ইলেকশন রিপোর্টিং বিষয়ক সাংবাদিকদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার বিকেলে ফরিদপুরে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

শহরতলীর বদরপুর এলাকায় অবস্থিত ব্র্যাক লানিং সেন্টারে ইন্টারনিউজ ও ইউএসএআইডির সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে নিউজ নেটওয়ার্ক। 
সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জার্মান নিউজ এজেন্সি এর বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু, নিউজ নেটওয়ার্ক এর প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান, প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম, ইন্টার নিউজের বাংলাদেশ প্রোগ্রাম কর্মকর্তা শাখাওয়াত হোসাইন, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, ফরিদপুরের সমন্বয়ক পান্না বালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here