ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ঘোপঘাট এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে। স্থানীয় এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায়, কামারখালী থেকে একটি মোটরসাইকেলযোগে তিন যুবক মধুখালীর বাগাটে নিজ বাড়ীতে আসছিল। এ সময় তারা বাগাট এলাকার ঘোপঘাটে পৌঁছালে ঝড়ে সড়কের পাশের একটি গাছের ঢাল ভেঙ্গে মোটরসাইকেলের উপর পড়লে তারা রাস্তায় ছিটকে পড়ে।
এ সময় মাগুড়াগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহতরা হলেন মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের হোসাইন,নাহিদ ও জোবায়ের। তাদের সকলের বাড়ী মধুখালীর বাগাট এলাকায়। নিহতদের লাশ উদ্ধার করে মধুখালী থানায় রাখা হয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।