ফরিদপুরে শপথ নিলেন ১১ ইউনিয়নের নির্বাচিতরা

0

ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় কবি জসীমউদ্দিন হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ১১ জন, সংরক্ষিত নারী সদস্য ৩৩ জন, সাধারণ সদস্য ৯২জন শপথ গ্রহন করেন। উল্লেখ্য, এ বছরের ১৬ মার্চ ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here