ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

0

ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় একটি ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরকান্দা উপজেলার মানিকনগর-ল্যাঙড়ারমোর আঞ্চলিক সড়কের রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাহুল দাস (৩০)। তিনি ওষুধ কোম্পানি ওরিয়ন ফার্মার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী উপজেলা সদরের মুনসেফপাড়ায়। বর্তমানে তিনি ফরিদপুর শহরে থাকতেন।

কুঞ্জনগর গ্রামের বাসিন্দা ও রামনগর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার ভৌমিক বলেন, পেশাগত কাজে রাহুল কুমার মোটরসাইকেল চালিয়ে কুঞ্জনগর বাজারে যাচ্ছিলেন। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিলো। কুঞ্জনগর বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের চাকা পিছলে চালক রাস্তার ওপর পড়ে যান। হেলমেট না থাকায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান।

রামনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য ও কুঞ্জনগর গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের এলাকার সড়কে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে ওষুধ কোম্পানির এক ব্যক্তি নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here