ফরিদপুরে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

0

ফরিদপুরে দুই মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ জুন রাত সাড়ে ১১টার দিকে সদরপুরের সাতরশী গ্রামে ওহাব বেপারির বাড়িতে অভিযান চালিয়ে ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের দু’জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সদরপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার। একই বছরের ১৪ জুলাই এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here