কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় থানা রোডের বিএনপি কার্যালয় থেকে এ মৌন মিছিল বের হয়। মিছিলটি জনতা ব্যংকের মোড়, আলীপুর লাভলু সড়ক হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।