ফরিদপুরে পুলিশের বাধার মধ্যদিয়ে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কাঠপট্রির বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রাটি বের হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। মিছিলে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।