ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

0

ফরিদপুরে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শহরের সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফয়সাল। দুই দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্যসেবা প্রদান করবেন।
ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিসের সার্বিক তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প থেকে ফরিদপুর জেলার অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ প্রদান করা হচ্ছে। ক্যাম্পের প্রথম দিনেই আলিয়াবাদ ইউনিয়নের দেড় শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here