ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন মাগুড়া-১ আসনের নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।
বুধবার বেলা ১২টার দিকে শহরের আওয়ামী লীগ অফিস থেকে শামীম হকের পক্ষে প্রচারণায় নামেন সাকিব আল হাসান।
নির্বাচনি প্রচারণার শুরুতে সাকিব আল হাসান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় মার্কায় ভোট দিলেই আগামীতে আবারও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। তখন পুনরায় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।