ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক নার্সকে চড় মারার জেরে রোগীর স্বজনদের আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় নিহতের লাশও আটকে রাখা হয় বলে অভিযোগ স্বজনদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।
রোগীর স্বজনরা জানান, গত ৩ এপ্রিল রাতে মাগুরার শ্রীপুর এলাকার আনোয়ারা বেগম নামের এক নারীকে হৃদরোগে আক্রান্ত হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে থাকা ওই রোগী বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। রোগীর স্বজনদের অভিযোগ ওষুধের ভুল প্রয়োগে মৃত্যু হয়েছে তার।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি। তবে লাশ আটকে রাখার কোনও ঘটনা ঘটেনি বলে তিনি জানান। এ বিষয়ে মেডিকেল কর্তৃপক্ষের কেউ কোনও ধরনের কথা বলতে চাননি।
এদিকে ঘটনার সময় স্থানীয় সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হলে তাদের উপর মারমুখী আচরণ করেন ইন্টার্ন চিকিৎসকরা। টেলিভিশন সাংবাদিকরা ভিডিও ধারণ করার চেষ্টা করলে তাদেরও বাধা প্রদান করা হয়।