জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের সাংবাদিক সমাজ। শুক্রবার বেলা ১২টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলন, পান্না বালা, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কমের হারুন অর রশিদ।
এ সময় বক্তারা সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে ফরিদপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।