ফরিদপুরে নকল জুস তৈরির কারখানায় অভিযান, জরিমানা

0

ফরিদপুরে বিভিন্ন ধরনের জুস ও ইউনানী ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ নকল জুস, কোমল পানীয় ও ওষুধ জব্দ করা হয়। 

অভিযানের সময় কারখানার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সিলগালা করে দেওয়া হয় কারখানাটি। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের মাহমুদপুরের একটি বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিপুল পরিমাণ নকল জুস জব্দ করা হয়েছে। এছাড়াও আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধসহ বিভিন্ন ধরনের চকলেট জব্দ করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া কিছু মেশিনারিজ রয়েছে সেগুলোও জব্দ করা হয়েছে। কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার মালিক লিটন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here