ফরিদপুরে দুর্যোগ প্রস্তুুতি দিবস পালন

0

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুুতি সব সময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে  পালন করা হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু নাছের মোঃ বাবরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, সরকারী ইয়াসিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক খান।

আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ভূমিকম্পের সময় দুর্যোগ মোকাবেল ও উদ্ধার কার্যক্রমের ওপর মহড়া প্রদর্শন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here