ফরিদপুরের মধুখালীতে ডিপিএল টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জুট মিল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরকব অর্জন করে দাহমাসি জুট জুটমিল। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দাহমাসি গ্রুপের চেয়ারম্যান নোমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, দাহমাসি জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক সালমান আহমেদ চৌধুরী, কর্নেল অব. শফিউল্লাহ বুলবুল, মেজর (অব.) শিবলী সদেক, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দাহমাসি জুট মিলের জেনারেল ম্যানেজার লে. কর্নেল (অব.) মো. আব্দুর রাজ্জাক।