ফরিদপুর শহরতলীর বাখুন্ডা এলাকায় অবস্থিত জোবাইদা-করিম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বেলা পৌনে তিনটার দিকে মিলের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মিলের সূতার গুদাম, পাটের গুদাম ও সূতা কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফরিদপুর, নগরকান্দা, সালথা, বোয়ালমারী, ভাংগা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে মিলের চারপাশে আগুন ছড়িয়ে পড়ার কারণে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট গুলো আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে জুট মিল ও সূতা কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান ঘটনাস্থলে ছুটে যান। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও মিল কতৃপক্ষ।