ফরিদপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস জেলা কমিটির উদ্যোগে শহরের ছিন্নমূল, অসহায়, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের পূর্ব খাবাসপুর মোড়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মো. আরিফ বকু, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন, মাসুদ রানা, দেওয়ান মাসুমসহ আরো অনেকে। এতে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। পরে ২ শতাধিক ছিন্নমূল, অসহায়, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল