ফরিদপুরে এমট্যাব এর সম্মেলন অনুষ্ঠিত

0

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এমট্যাব এর ফরিদপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ফরিদপুর ম্যাটস এর অডিটোরিয়ামে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর আঞ্চলিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। 

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন এমট্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি একে এম মুছা লিটন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, ড্যাব ফরিদপুর জেলার সাবেক সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, ড্যাবের সাবেক সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম, এমট্যাবের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, এমট্যাবের সিনিয়র সহ সভাপতি খাজা মাঈন ইদ্দিন মঞ্জু, এমট্যাবের কেন্দ্রীয় নেতা দবিরউদ্দিন খান তুষার, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন প্রমুখ। সম্মেলনে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here