ফরিদপুরে আওয়ামী লীগের বর্ণাঢ্য র‍্যালি

0

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ মে) বিকাল সাড়ে চারটার দিকে আলীপুরস্থ শেখ রাসেল স্কয়ারের সামনে থেকে বের হয়। র‌্যালীটি শহরের আলীপুর মোড়, মুজিব সড়ক হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকও পৌরমেয়র অমিতাভ বোস। এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শেখ রাসেল স্কয়ারে সমবেত হন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here