ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় মেদভেদেভের

0

প্রথম সেট হারের পর টানা দুই সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন দানিল মেদভেদেভ। কিন্তু শেষ পর্যন্ত তিনি পেরে উঠলেন না কোয়ালিফায়ার পেরিয়ে আসা চিয়াগো সেইবোচ উইল্দের সামনে। চমক জাগিয়ে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকাকে হারিয়ে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ১৭২ নম্বরে থাকা ব্রাজিলিয়ান তরুণ।  

রোলাঁ গাঁরোয় মঙ্গলবার (৩০ মে) ৪ ঘন্টা ১৫ মিনিটের লড়াইয়ে মেদভেদেভকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান ২৩ বছর বয়সী উইল্দ। দারুণ ফর্মে থেকে ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে পা রেখেছিলেন ২৭ বছর বয়সী মেদভেদেভ। টুর্নামেন্টের আগে জিতেছিলেন রোম ওপেনের শিরোপা। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার হাতছানিও ছিল তার সামনে। কিন্তু নিজের সেরাটা মেলে ধরতে পারলেন না ২০২১ সালের ইউএস ওপেন জয়ী তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here