ফয়সালাবাদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬

0
ফয়সালাবাদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬

পাকিস্তানের ফয়সালাবাদের মালিকপুরে একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার ভোরের এ ঘটনায় পুরো ভবনটি ও আশপাশের সাতটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

পাকিস্তানের জরুরি পরিষেবা ১১২২-এর প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়েছে। কারখানার পাশে থাকা একটি বাড়ি পুরোপুরি ধসে এক দম্পতি ও তাদের দুই সন্তান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতদের মধ্যে রয়েছে ছয় শিশু, দুই নারী, দুই প্রবীণ ব্যক্তি ও এক কারখানার কর্মী। উদ্ধারকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করতে সহায়তা করছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে আছে। সে কারণে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। 

এদিকে উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণটি বয়লারের কারণে নয়, বরং গ্যাস লিক থেকে ঘটেছে। ফয়সালাবাদ কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ারের কার্যালয় থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিশনারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, কারখানাগুলোর একটিতে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। পরে তা অন্য কারখানাগুলোতেও ছড়িয়ে পড়ে। ডেপুটি কমিশনার জানিয়েছেন, কারখানাটির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here