ফতুল্লায় দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১

0
ফতুল্লায় দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ ফাইটার মনির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ফতুল্লার গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় ফাতেমা ইয়াসমিন শিল্পীর মালিকানাধীন একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনিরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে মাদক, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সিসি ক্যামেরা ও কম্পিউটার জব্দ করা হয়।

তিনি আরও জানান, ফাইটার মনির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here