ফটোগ্রাফার তৌসিফের স্টুডিওতে তিশা

0

রোম্যান্টিক নাটকের অন্যতম নির্মাতা জাকারিয়া সৌখিন এই ঈদে হাজির হচ্ছেন তৌসিফ-তিশার রসায়ন নিয়ে। নিজের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে এর মধ্যে তিনি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘তোমার হতে চাই’। নির্মাতার এবারের গল্প একটি ছবি তোলার স্টুডিও ঘিরে। যার মালিক ফটোগ্রাফার রাব্বী। তার স্টুডিওতে একটি পাসপোর্ট সাইজের ছবি তুলতে আসে মহল্লার মেয়ে অবনী। এরপর নাটকের গল্প আগাতে থাকে নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে।

এখানে রাব্বী চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর অবনী চরিত্রে তানজিন তিশা।

এস কে সাহেদ আলীর প্রযোজনায় ‘তোমার হতে চাই’ নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, আসছে ঈদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here