আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি কলকাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্লে-অফে ওঠার জন্য তাদের প্রতিটি ম্যাচই এখন ‘নকআউট’।
গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ রানে জয় পায় কেকেআর। অ্যান্দ্রে রাসেলের ফর্মে ফেরার সাথে সাথে রিঙ্কু সিং ও অঙ্গকৃষ রঘুবংশীর মতো তরুণরা দলের শক্তি বাড়িয়েছে। রহমানুল্লাহ গুরবাজও রান খুঁজে পেয়েছেন।
অপরদিকে, চেন্নাই ইতোমধ্যেই প্লে-অফ থেকে ছিটকে গেছে, তবে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি ম্যাচের আকর্ষণ বাড়িয়েছে। তরুণ ওপেনার আয়ুষ মাত্রে ৯৪ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন। স্যাম কারেন ও ডিওয়াল্ড ব্রেভিসও ফর্মে আছেন।
কলকাতার জন্য এই ম্যাচটি প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ধরে রাখার শেষ সুযোগ। তাদের জয়ের পাশাপাশি অন্যান্য দলের ফলাফলের উপরও নির্ভর করতে হবে।
দুই দলের সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ়, অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রোভমান পাওয়েল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা
চেন্নাই সুপার কিংস: রাচিন রবীন্দ্র, শাইক রশিদ, আয়ুষ মাত্রে, শিবম দুবে, ডিওয়াল্ড ব্রেভিস, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক হুদা, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মাথিশা পাথিরানা