পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো মৌসুমের জন্যই এনওসি দিয়ে বিগ ব্যাশ লিগে খেলতে অনুমতি দিয়েছিল পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে। তবে টুর্নামেন্টের বাকি অংশ না খেলে বিগ ব্যাশ থেকে বিদায় নিলেন তিনি। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাবরের দল সিডনি সিক্সার্স।
বিগ ব্যাশের চলতি সংস্করণে আর মাত্র দুই ম্যাচ বাকি। শুক্রবার প্লে অফ ম্যাচে সিক্সার্সের মুখোমুখি হবে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্স। ওই ম্যাচের বিজয়ী দল রবিবার ফাইনালে পার্থের মুখোমুখি হবে।
তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বাবর সিক্সার্স ছাড়ছেন। তিনি পাকিস্তানের জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন। সিডনি সিক্সার্সের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের হয়ে আসন্ন আন্তর্জাতিক সূচির ম্যাচ খেলতে বাবরকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছে। ফলে তিনি বিগ ব্যাশ ১৫ সংস্করণের বাকি অংশে খেলতে পারবেন না।’ একই সঙ্গে সিক্সার্স বাবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বাবরের বিগ ব্যাশ ছেড়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে সিক্সার্স সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে গিয়েও ১১ ইনিংসে বাবর করেন মাত্র ২০২ রান, স্ট্রাইকরেট ১০৩।
এক ম্যাচে সতীর্থ স্টিভেন স্মিথ বাবরকে ওভারের প্রথম বলে স্ট্রাইক না দেওয়ায় মাঠে সমালোচনার মুখেও পড়েন তিনি। এমন দুর্বল পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্ক ওয়াহ বাবরকে ওপেনিং থেকে বাদ দেওয়ার দাবি করেন।
মার্ক ওয়াহের বক্তব্য, ‘আমার মনে হয় এখন একটু কঠোর হওয়ার সময় এসেছে। সিক্সার্সের ব্যাটিং লাইনআপে পরিবর্তন দরকার। বর্তমানে তারা প্রায় পুরোপুরি স্টিভেন স্মিথের ওপর নির্ভর করছে। দুর্ভাগ্যজনক হলেও আমাকে বলতেই হচ্ছে, বাবর আজমকে বাদ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘টপ অর্ডারে সে তেমন কিছুই করতে পারেনি। আমি জানি ও বিশ্বমানের ব্যাটসম্যান, কিন্তু এই টুর্নামেন্ট জিততে পারফরম্যান্সই বড় কথা। আর এখন পর্যন্ত সে সেটা দেখাতে পারেনি।’

