প্লে-অফে খুলনা, রাজশাহীর বিদায়

0

জিতলেই প্লে-অফ নিশ্চিত। আবার হারলে নিশ্চিত বিদায়। এই সমীকরণে মাঠে নেমে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে খুলনা টাইগার্স। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ দল হিসেবে প্লে-অফ বা সুপার ফোর নিশ্চিত করেছে খুলনা। 

১২৪ রানের টার্গেট মেহেদী মিরাজের ব্যাটে সহজ করেই জিতল খুলনা। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ওপেনিংয়ে নেমে টি-২০’র দ্বিতীয় সেরা ইনিংস খেলেছেন মিরাজ। ১৯ বল থাকতে দলকে জিতিয়েছেন ৬ উইকেটে।

এই জয়ে ১২ ম্যাচের ৬টিতে জিতে বিপিএলের সুপার ফোর নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। তাদের সমান ৬ জয় তুলে নিয়েছিল রাজশাহীও। কিন্তু নেট রান রেটে খুলনা এগিয়ে থাকা চতুর্থ দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে তারা। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর খেলতে নামবে মেহেদী মিরাজের দল।
 
প্লে-অফ নিশ্চিত করা অন্য তিন দল হচ্ছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here