প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে যা করতে হবে চেন্নাইকে

0

আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে হেরে প্লে-অফের শঙ্কায় রয়েছে চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার চেন্নাইয়ের স্টেডিয়ামে বড় রান তুলেও হারতে হয়েছে চেন্নাইয়ের। কাজে লাগেনি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের শতরান। 

আইপিএলে চার নম্বরে ছিল চেন্নাই। মঙ্গলবার হারের পর নেমে গেছে পাঁচে। লক্ষ্ণৌ চারে উঠে এসেছে। ৮ ম্যাচে তাদের ১০ পয়েন্ট। রান রেট ০.১৪৮। তার নীচেই রয়েছে চেন্নাই। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৮। রান রেট ০.৪১৫। ছয়ে থাকা গুজরাটেরও ৮ পয়েন্ট। তবে রান রেট -১.০৫৫।

আইপিএলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তারা কার্যত প্লে-অফে এক পা রেখেই দিয়েছে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলকাতাও প্লে-অফের স্বপ্ন দেখছে। তিনে থাকা হায়দরাবাদেরও পয়েন্ট ৭ ম্যাচে ১০। তারা রান রেটে (০.৯১৪) কলকাতার থেকে পিছিয়ে।

পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে বেঙ্গালুরু। ৮ ম্যাচে মাত্র ২ পয়েন্ট তাদের। পাঞ্জাব কিংসের আট ম্যাচে ৪ পয়েন্ট। এই দুই দলের কাছেই প্লে-অফে ওঠা কঠিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here