‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ প্রতিপাদ্যে পালিত হবে পরিবেশ দিবস

0
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ প্রতিপাদ্যে পালিত হবে পরিবেশ দিবস

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ স্লোগানে পালিত হবে এবারের বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫। 

বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ স্লোগানে পালিত হবে এবারের বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫। 

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক ২৫ জুন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন করা হবে। অনুষ্ঠানটি রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

তিনি ওই দিন বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন। এছাড়াও তিনি অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক বিতরণ করবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here