প্রেস লেখা জ্যাকেটে বাসে আগুন দেয়া ব্যক্তি পুলিশ নয়, বিএনপি নেতা

0

বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে শনিবার রাজধানীর নয়াপল্টন ও আশপাশ এলাকায় এবং রবিবার বাসে আগুন দেওয়ার ঘটনায় এক যুবককে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। ওই যুবকের নাম রবিউল ইসলাম নয়ন। তিনি ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব। বাসে আগুন দেওয়ার সময় তার গায়ে ‘প্রেস’ লেখা ভেস্ট বা জ্যাকেট ছিল।

এর আগে শনিবার কাকরাইল মোড়ে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই বাসের চালক জানান, ভেস্ট পরা এক যুবক তার বাসে আগুন দেয়। এর পরই প্রশ্ন ওঠে, আগুন দেওয়া ওই ব্যক্তি ডিবি পুলিশের সদস্য। তার গায়ে ডিবি লেখা জ্যাকেট ছিল।

পুলিশ জানায়, বাসচালক যাকে ডিবি হিসেবে সন্দেহ করছেন মূলত তার গায়ে প্রেস লেখা জ্যাকেট ছিল। এ ছাড়া তাকে বলাকা পরিবহনের বাসের পেছনে ঘোরাফেরা করতে দেখা গেছে। তার সঙ্গে একজন মোটরসাইকেল আরোহীসহ আরও কয়েক যুবক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here