হান্ড্রেড শেড অব উইমেন ইন্টারন্যাশনালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১০ মার্চ নিউইয়র্ক সিটির পার্ক এভিনিউতে ‘ট্রিবিউট অব এক্সিলেন্স চ্যারিটি অ্যাওয়ার্ড গালা’ শীর্ষক অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রকে আরও মানবিকতায় পরিপূর্ণ করার অঙ্গীকারের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কম্যুনিটিকে সুসংহত করার জন্যে বাংলাদেশি আমেরিকান খাদিজা গোলামকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
হোয়াইট হাউজের প্রতিনিধিসহ জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ‘চ্যাম্পিয়ন হোমকেয়ার’এর প্রেসিডেন্ট ও সিইও খাদিজা গোলাম জাতিসংঘের অধিভুক্ত কেয়ার কুইনের সাথে দীর্ঘদিন যাবত সেবামূলক কর্মকাণ্ডে নিযুক্ত আছেন।