প্রেসিডেন্ট প্রার্থী খুনের ঘটনায় ইকুয়েডরে ২ মাসের জরুরি অবস্থা ঘোষণা

0

প্রচার কাজ চালানোর সময় ইকুয়েডরের আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার ঘটনায় ৬০ দিনের (২ মাস) জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসির।

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, নাগরিকদের নিরাপত্তা, দেশের শান্তি এবং ২০ আগস্টের অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের নিশ্চয়তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী দেশজুড়ে প্রস্তুত রয়েছে। 

তিনি দেশটির জাতীয় পরিষদের সদস্যও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে তিনবার গুলি করা হয়। তিনি ও তার দলকে মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি গ্যাংয়ের নেতা হুমকি দিচ্ছেন বলে গত সপ্তাহে জানিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here