প্রধানমন্ত্রী নির্বাচনের পর এবার পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় জাতীয় পরিষদে এই ভোটগ্রহণ শুরু হয়।
এ উপলক্ষে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করা হয়েছে। জাতীয় পরিষদ এবং সিনেট সদস্যরা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে শক্তিধর প্রার্থী পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলি জারদারি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোটের মেহমুদ খান আচাকজাই।
নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার কথা মাওলানা ফজলুর রেহমানের দল জমিয়তে উলেমায়ে ইসলাম ফজল (জেইউআইএফ) এবং জামায়াতে ইসলামীর (জেআই) পার্লামেন্ট সদস্যদের। ফলে পিপিপির নেতা জারদারি প্রায় ৪০০ ভোট পেতে পারেন।
অন্যদিকে আচাকজাই দুই শতাধিক ভোট পাবেন বলে মনে হয় না। সূত্র: ডন নিউজ, জিও নিউজ