প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ডোনাল্ড ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রের কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে। সোমবার সকালে কংগ্রেস অধিবেশনে আইনপ্রণেতারা ট্রাম্পের জয়কে স্বীকৃতি দেন। এর ফলে ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টি এখন সরকার গঠনের অনুমোদন পেয়েছে।  

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর থেকেই তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা শুরু করেছেন।  

নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু চ্যালেঞ্জিং প্রতিশ্রুতি দেন। এর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করা।  

২০২১ সালের ওই ঘটনায় ট্রাম্প সমর্থকেরা নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চালিয়ে কংগ্রেস ভবনে হামলা চালিয়েছিলেন। এর জেরে অনেককে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে এবার, চার বছর পর, শান্তিপূর্ণভাবে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত হিসেবে স্বীকৃতি দিল কংগ্রেস।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছিল। সেই ঘটনায় সশস্ত্র হামলাকারীরা নির্বাচনী ফলাফল বদলানোর চেষ্টা করে। আদালত তখন এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেয় এবং অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়।  

কিন্তু ২০২৫ সালের নির্বাচনে বিজয়ের মাধ্যমে ট্রাম্প আবারও প্রমাণ করেছেন যে তিনি রিপাবলিকান সমর্থকদের আস্থা ধরে রেখেছেন। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এবার তাকে কংগ্রেস স্বীকৃতি দিল। ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী দিনগুলোতে তার সরকার কীভাবে কাজ করবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here