প্রেমের সম্পর্কেও মাঝেমাঝে এমন অনেক পরিস্থিতি আসে, যখন জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে জটিলতা বাড়ে। টানাপড়েনের জেরে খুব ছোট সমস্যাও বড় আকার ধারণ করে। এই সময় যদি সাময়িক বিরতি নেওয়া যায়, তাহলে ইতিবাচক ফলাফল হতে পারে। এই বিরতি নেওয়া মানেই বিচ্ছেদ নয়। কয়েকদিন অথবা কয়েক মাসের জন্য এই বিরতি নিলে সম্পর্ক আরও সুন্দর এবং সহজ-সরল হয়ে উঠবে। সম্পর্কে থেকেই কীভাবে বিরতি নেওয়া যায়?
১. এ ক্ষেত্রে কয়েক দিন সঙ্গীর থেকে বিচ্ছিন্ন থাকুন। ইচ্ছা করলেও ফোন কিংবা মেসেজ করা থেকে নিজেকে আটকান। কিছু দিন দূরে থাকলে সম্পর্কের আসল সমীকরণটি স্পষ্ট হবে। সম্পর্কের ভবিষ্যত ঠিক করাও সহজ হবে। সঙ্গীকে ছেড়ে থাকার অনুভূতি কেমন, সেটিও স্পষ্ট হবে।
২. সম্পর্কে বিরতি নেওয়ার বিষয়টি দু’জনের সম্মতিতে হওয়া জরুরি। এই বিরতির পর্বে দু’জনে কতটা স্বাধীনতা উপভোগ করবেন, সেটিও নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারলে ভালো। এই পর্বে সম্পর্কের বোঝাপড়া ঠিক আছে কিনা, সেটি যাচাই করে নেওয়া জরুরি। তবে এক্ষেত্রে একে-অপরকে দোষারোপ করলে চলবে না।
৩. সম্পর্কে থাকলে অনেক সময় সঙ্গীর পছন্দ-অপছন্দের খেয়াল রাখতে গিয়ে নিজের কথা ভাবেন না। সম্পর্কের বিরতিতে নিজেকে সময় দেওয়া জরুরি। শুধু তাই নয়, বিষয়টি রপ্ত করে নেওয়াও জরুরি। তা হলে সম্পর্কে থাকাকালীন আর নিজেকে অবহেলা করার দরকার পড়বে না।