প্রেমে পড়েছেন নার্গিস ফাখরি, জানালেন নিজেই

0

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। তিনি এক সময় অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও সেই প্রেমের কথা প্রকাশ্যে বলা নিষেধ ছিল। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনো অজানা। তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কথা বলুক- এমনটা অপছন্দ তার। তবে এই নিয়ম ভেঙে নার্গিস ফাখরি নিজেই জানালেন, প্রেম করছেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান নার্গিস।

ভারতীয় গণমাধ্যম বলছে, ব্যক্তিগত জীবনে নার্গিসের সঙ্গে টনি বেগ নামে এক যুবককে দেখা গেছে। টনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে; তিনি পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু তার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলেননি নার্গিস। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।’

টনির সঙ্গে কি অফিশিয়ালি এগুবেন? এমন প্রশ্নের উত্তরে নার্গিস ফাখরি বলেন, ‘‘অফিশিয়াল কি? বিবাহিত ব্যক্তিও তো অফিশিয়াল নন। আপনি যখন বলবেন, আপনি প্রেমে পড়েছেন, তখন সমস্ত রসায়নই ভুল পথে যাবে; কোনো কিছুই কাজ করবে না। এটিই ভালোবাসার ‘ভুল’, ভালো ভালোবাসা স্থিতিশীল; এটি আপনাকে স্বাভাবিকভাবে ঘরে নিয়ে যাবে।’’ উল্লেখ্য, বড় পর্দায় এখন খুব একটা নিয়মিত নন নার্গিস। মাঝে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here