প্রেমের ইঙ্গিত দিলেন রাশমিকা, প্রেমিক কে?

0

এবার প্রেমের ইঙ্গিত দিলেন ভারতের জাতীয় ক্রাশের তকমা পাওয়া অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভক্তদের কৌতূহল দূর করতে নিজেই জানালেন, তিনিও কারও পার্টনার।  

এর আগে রাশমিকার সঙ্গে নাম জড়িয়েছে একাধিক নায়কের। সবচেয়ে বেশি শিরোনামে এসেছে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের কথা। যদিও প্রকাশ্যে কখনওই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি রাশমিকাকে।

এবার এক সাক্ষাৎকারে মনের কথা আর গোপন করেননি তিনি। ‘আনন্দের জায়গা’ নিয়ে কথা বলতে গিয়ে খানিকটা মুখ ফসকেই ‘সত্যিটা’ বলে ফেললেন ‘পুষ্পা’র নায়িকা।

রাশমিকার কথায়, সবচেয়ে আনন্দের জায়গা হল বাড়ি। এখানেই মনে হয়, জীবনে সাফল্য আসবে যাবে। তা কখনওই চিরস্থায়ী নয়। তবে এই জায়গাই আমার শিকড়।  

এরপরই যোগ করেন, তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনও একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।

কিন্তু তিনি কার পার্টনার? সে ব্যাপারে বিস্তারিত কিছুই বলেননি অভিনেত্রী। তবে জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ, সে কথাও জানিয়েছেন তিনি।

নায়িকার ভাষ্য, যার মুখে সবসময় হাসি থাকবে। আশপাশের মানুষদের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে। অর্থাৎ সম্পর্কে থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েও সঙ্গীর নামটি গোপনই রাখলেন রাশমিকা।

বর্তমানে ‘সিকান্দার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাশমিকা মান্দানা। এতে তাকে বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে দেখা যাবে পর্দায়। এছাড়া আসন্ন সিনেমা ‘ছাবা’র প্রচারে ব্যস্ত রাশমিকা। এতে ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ছাবা’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here